ব্রহ্মপুত্র দেখতে গিয়েছিলাম অবুঝ মনের টান
সে এখন চরে আটকে পড়া জাহাজের মতোন
গাল ওড়ে, পাল ওড়ে না.. কেবল বৃথা আস্ফালন!
খুঁড়িয়ে খুঁড়িয়েও আর চলে না
তাবিজ-কবজ-বই ?
ফুলকির মতোন যাদের ছুটে আসে ভালোবাসা
এখন তারা গেলেন কই?
জলের নিচে চাপা পড়েছে চাপাবাজের চাপা
যে ধাপ্পাবাজ সেও এখন কথা বলে মাপা.. মাপা!!