একদিন হঠাৎ আরশিতে নিজেকে দেখে চমকে উঠেছিলাম...
ভেবেছিলাম, এ আবার কে?
ছায়া... আবছায়া না-কি কোনো কায়ার মায়া?

বারবার তারস্বরে জানতে চাইলাম, কে তুমি...?
তুমি কি কাশবনের না বলা কবিতা?
তুমি কি শাদা মেঘে মোড়ানো চঞ্চল সবিতা?
কেউ কোনো... জবাব দিলো না...
এ বিশ্বচরাচরের সবকিছুর সেকি আচানক নীরবতা!

এরপর কত দিন পেরিয়ে গেলো....
এরপর কত মাস পেরিয়ে গেলো...
অতঃপর অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরা সবাই একই
পাখির দরাজ গলায় মিষ্টি সুরে গান গাইলো---
"আরশি তুমি পড়শি আমার
ফুল-ফসলে ভরা
তোমায় ঘিরে গুণীজনেরা
সাজাবে এবার ধরা"!

এভাবেই তুমি আজ অংকুর থেকে এক প্রকাণ্ড মহীরুহ
এভাবেই তুমি আজ নির্ভীক বিপ্লবী, কাজী নজরুলের দ্রোহ
এভাবেই... তুমি আজ রবি ঠাকুরের এক সার্থক কবিতা
আরশি....
তোমার মুখ দেখেই রোজ রোজ ঘুম ভেঙে জেগে উঠে
ভোরের সবিতা...
আরশি..  তুমিই আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা... কবিতা....
তুমিই আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতা....কবিতা!!