এখন সবাই জবুথবু কাঁচের মানুষ
রাত্রি-দিন একই সমান
এই সুযোগে পিঁপড়ে কি পারবে
ঘুচিয়ে নিতে কিছুটা ছামান?
ওমের খুঁজে লেপ-কাঁথা খোঁজে
আরশি মনির প্রিয় পুষি
চিকেন ফ্রাই, ভাজা মাছ, দুধ পেলে
সেতো হয় বেজায় খুশি!
গায়ের পরে গা করে ঘষাঘষি
কোলের কাছে থাকতে ভালোবাসে
আরশি যখন মিউ মিউ ডাকে
দৌড়াতে দৌড়াতে কাছে আসে।
প্রাণির প্রতি এহেন ভালোবাসা
আমাদের সবার থাকা চাই
জেনো, সৃষ্টিকে ভালোবাসাই হলো
স্রস্টাকে পাওয়ার উপায়।।