আজ খুশিতে ফিঙে নাচে
নাচে রে বুলবুল
আরশি মনি ঈদে যাবে
চড়বে যে দুলদুল।
একটি মাসের সাওম শেষে
করবে খুশির ঈদ
এই খুশিতে দু'চোখ থেকে
হারিয়ে গেলো নিদ।
বাবুই দোয়েল ওরাও খুশি
করবে কোলাকুলি
আজকে যে আর নেই ভেদ
মুটে, মজুর, কুলি।
আজকে সবাই গাইব গান
সাম্য, সাম্য বলি
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
সরল পথে চলি।।
------------------------------------