মাঝে মাঝে কিছু উদ্ভট মিথ আওড়াই
সমস্ত জীবন চুকেবুকে দেখি...এখন
অবশিষ্ট কেবল আমি, আশেপাশে কেউ নাই
খাঁচায় আটকানো ময়না পাখিটা বড্ড ভয় পায়
চড়া দামের কথা শুনলেই তার মাথা ঘুরায়!
অথচ ক'দিন আগেও আমার কতকিছু ছিলো
হিসাবের খাতার ভেতর একটা কলম ছিলো
প্যান্টের পকেটে মাথাব্যথার মলম ছিলো!
আর এখন সবকিছুই যেন আরোপিত কর
আমার জীবন আমার কাছেই নিতান্ত পর!