এই হৈমন্তী রাতে শেয়াল হুক্কাহুয়া ডাকলেই
নিরবে নিষিক্ত রাত্রিগুলোর কথা খুউব মনে পড়ে
তখনও কলতলায় নগদ জলের শব্দ শোনা যেত
লুকোচুরি খেলতো আড়িপাতা চাঁদ!
এখন আমি আর কোনো কিছুতেই করি না
বাদ কিংবা প্রতিবাদ
তবুও চারপাশ কেবল কিচিরমিচির শুনি বিবাদ!
হয়ত আমি আজও ঘুমিয়ে ঘুমিয়ে জেগে থাকি
নয়ত স্মৃতি পুঁছা কোল করে বাঁচতে চাই
একদিন যে জীবন দিগন্তজোড়া বিস্তৃত ছিলো
এখন কেবল ব্যালকনি থেকে যতটুকু দেখা যায়!
তবুও ভালো আছে মুনিয়া পাখির তীক্ষ্ণ চোখ
সবাই জানে... কোনো অভাব নাই দেশে
তবুও বেচারি সখিনা প্রতিরাতে কেঁদে ভাসায় বুক!
---------------------------------