এখন আড়চোখে সবকিছু ভালো দেখি নক্ষত্র রাত
শিশিরভেজা ধানের শিষ
ঘাসফুল, নকশিকাঁথা, শেয়ালের হাঁক এইসব বাত!
যে ট্রেনটি....আজ দুরন্ত গতিতে ছুটছে তো ছুটছেই
সে কি আর কোনোদিন থামাবে না কোলাহল তবে?
ছড়ানো ছিটানো গুজব আর গজবের কি কিছু হবে?
কিছু হউক বা না হউক চলতে থাকি পায়ে হাঁটাপথ
কুয়ার ভেতর কোলাহল
আর অন্ধকারে হলাহল
পৃথিবীর তাবৎ রাশিফল লিখে নিক কালো শপথ!