কাল থেকে বারংবার আলাদা হচ্ছে যে কংকাল
সেও রাজস্বের নামে বাড়িয়ে নিচ্ছে রাজত্বকাল!

অথচ মধ্যরাত্রির এপিসোডে কেউ ঘুমায়নি আজ
একটু পর পর একটানা ডাকছে কয়েকটি ঝিঁঝি
হুক্কা হুয়াতে বুদ্ধিমান শেয়ালও জানান দিচ্ছে সলাজ!

আসলে সবাই এই নিস্তব্ধতার নিকুচি করতে চায়
অথচ..  
অদৃশ্যের রোজনামচায় সবারই শেকল পরা পায়!

তবুও মাঝেমধ্যে গদগদ করে আইবুড়ো কুনোব্যাঙ
সে কি জানে..?
তার মাথার চারপাশে আছে কয়টি নগদ ঠ্যাং..??