আজ কেন এত প্রফুল্ল মন
কেনো প্রশান্তির সুমধুর ঢেউ
হাটে আনন্দ, মাঠে আনন্দ
বলতে পারো কি কেউ?
কে নিয়ে এসেছিলো
আসমান থেকে এমনতর বাক্য,
কে দিয়েছিলো সওগাত
কে দিয়েছিলো সাক্ষ্য!
যার তঁরে সব পাখির কূজন
তার তরে সব সাগরের জল
তার তরেই আমি তুমি
তার নামেই পাই সব বল।