আজ অনেকদিন পর এতো কাছে পেয়েছিলাম চাঁদ
তবু্ও আটকে রাখতে পারিনি কিছুতে, বিড়বিড় করে
কী যেনো সব বলছিলো বেদেনী জোছনার হাট, চাঁদ
মুখে চাঁদ লেগেই ছিলো; আমিও এতোটুকু ছাড় দেইনি রূপের আগুনে পোড়াইনি অপরুপার ঠাট!!

কয়েক লোকমা সময় অনিমেষ তাকিয়েছিলাম
তাকে একবারও মনে হয়নি আলেয়ার আলো,
সে যেন জ্বলন্ত প্রদীপের জ্বাজ্জল্যমান বিশুদ্ধ শিখা কুহেলী না সুহেলি? বলতে ভুলে গেছি ওগো সুদূরের
নীহারিকা!
মনে রেখো, তোমাকে পাবো বলে দশ দিগন্তের আকাশ হবো; শেষ নিশীথের ছায়া হবো, তবুও ভুলতে দেবো না আমাকে; তুমি আর কতো দূরে যাবে?
যাও...যেতে থাকো চুপটি করে অথৈ পথ দাও পাড়ি
মনে রেখো,
যেখানে তোমার নোঙর সেখানেই আমার বাড়ি!!