অন্ধকার থেকে একটি আলোর রেখা উঠে এসেছিলো
কিছুদিন চুনপোড়া সময়ের সাথে তার মতবিরোধ হলো
জলে আর অনলে কাঁচুলি হলো
পাথর আর পাহাড়ে দুর্গম ঢাল হলো
কানকথা ভারি হতে হতে অভাগী সখিনার কাল হলো
অতঃপর....
আলোর রেখাটি আবার অন্ধকার ঘরেই ফিরে গেলো।

কেউ কেউ বলেন এসব তো নতুন কিছু নয়
মানুষ জন্ম থেকেই স্বার্থান্ধ আর সংকীর্ণ হয়!

আমিও বলি বেশ...  বেশ..  এভাবেই তবে ভালো রাখো
এভাবেই ছাইপাশ দিয়ে জ্বলন্ত আগ্নেয়গিরি নেভাতে থাকো!!