একটা কবিতা লেখার জন্য বসেছিলাম
কিন্তু ভেতরে শত সহস্র চিন্তার আরক- সবাই নিজেকে প্লট দাবি করে চিৎকার, চেঁচামেচি করছে,
সবাই কবিতা হতে চায়, বড়ো উর্বর এই মাটি!
যতো কোটি মানুষ তার দ্বিগুণ কোটি কবি
আর কবিতা যেনো অসীম নীলাদ্রি আকাশ
তারা সবাই হাতের তালুতে আঁকছে ছবি।
তাদের প্রতিটি চিৎকারে কাঁচের টুকরোর মতোন ভেঙে পড়ে মর্ত্যের আকাশ, গগন বিদারী নিনাদে
কারো ঘুম ভাঙে না, আরও ঘুম আসে কুম্ভকর্ণ;
সতীর্থ কিছু মেঘ স্বেচ্ছায় বেছে নেয় বাণপ্রস্থ,
কে জানি বলেছে, বহুত খুউব...বহুত খুউব
তারা আর ফিরবে না আমাদের আলোকসভা!!