সেই শিশুটা আলোক শিশু
ভুবন জুড়ে খ্যাতি
শিশু, কিশোর, যুবক-বৃদ্ধ
হয় যে তাঁর জ্ঞাতি।
টুঙ্গিপাড়ায় জন্মে ছিলেন
ভুবন জুড়ে নাম
ফুলের কাছে পাখির কাছে
তাঁর অনেক দাম।
৭ই মার্চের একটি ভাষণ
রক্ত গরম করা
সেই ভাষণে উঠলো কেঁপে
গ্রাম, শহর, ধরা।
সেই শিশুটার জন্য আমরা
পেয়েছি স্বাধীন দেশ
দোয়েল, টিয়া, ময়না এখন
ছড়ায় সুরের রেশ।।
----------------------