রাত গভীর হলে রোজই পাপ-পুণ্যের হিসাব করি
তখন কোনো ফারাক থাকে না অন্ধকার আর আমার
ফাঁফরের কাছে যেমন নিরুদ্বেগ থাকে কোনো কামার!
তবুও উত্তাপহীন শরীর কোনোরকম চলছে
ছায়া ও আমি..আমি ও ছায়া এখনো বহাল তবিয়ত
আমার গভীর বিশ্বাস সেইজনের সফল তরিকত
যেইজন জানে আলো আর আঁধারির হাকিকত!
আমি কেবলই রেসের ঘোড়ার অসহায় এক জকি
যখনই পাপ-পুণ্যের নগদ হিসাব কষতে বসি
কাকের কর্কশ আওয়াজের মতো তখন আমি মেকি!