যেভাবে সবকিছু চলছে সেভাবেই চলতে থাকুক
আমি না হয় পেছনে পরে থাকবো পুরাতন শহর
যে তিমিরে আছি, সেই তিমিরেই কাটিয়ে দেবো..
প্রহরের পর প্রহর!
আমি না হয় ফিরে যাবো কাঁচা সড়ক, হুড বিহীন
রিকশার আঁচল অথবা রেখে যাবো সবখানে দু'পায়েরছাপ; আমাকে দেখে না হয় কেউ কেউ
হাসবে আর কেউ কেউ বলবে আহা বাপরে বাপ..!!
এরপর কোথায় উড়বে... ভিন্ন কোনো আকাশ?
নাকি চেয়ে নেবে মন্ত্রের সিঁড়ি
নাকি সিঁথিপথে পৌঁছে যাবে মংগলের বাড়ি?
আমি যেমনটি রিক্ত ছিলাম, তেমনি সিক্ত থাকতে
চাই.. দেখো, একদিকে কাল আরেকদিকে মহাকাল
অন্ধকারে কে বুঝতে পারে কোনটা বাল আর
কোনটা প্রবাল...?