(নিবেদিত কবিতা)
একদিন যে নক্ষত্রটি মাটির পৃথিবীতে শোভিত ছিলো
সবাইকে নিরন্তর আলো দিতো
নিজেও অন্য সবার থেকে আলো নিতো
বলতে পারো... সেই নক্ষত্রটি আজ কোথায় গেলো?
তাকে সিলেটের পুণ্য ভূমিতে কতো না খুঁজেছি
খুঁজেছি প্রিয় বাংলার পথ, ঘাট, মাঠ, অজানা প্রান্তর
কোথাও তিনি নেই... হেথায়-হোথায়....কেবল
মোহাচ্ছন্ন করে রেখেছেন মানুষের হাজারো অন্তর!
তবুও আকাশ পানে একদিন এক নিরব রাত্রিবেলা
চেয়ে দেখি অজস্র বর্ণিল মিটিমিটি তারার মেলা
নিমিষমাত্রই মনে হলো তুমিও কি ওখানেই আছ মিশে?
প্রতিরাতে এখনো কি মানুষের তরে আলো দিয়ে যাও?
ভেবো না কিছু... হে আলোর দিশারী, তোমার
প্রদর্শিত পথে আমরাও বেয়ে চলেছি মানবতার নাও!!
-------------------