প্রিয় কবিতাগুলো একের পর এক ঝলসে যাচ্ছে
আকাশ পোড়া আগুন,পলক ফেলার আগেই নিবে
যাচ্ছে শব্দের বাতিঘর,এর আগেও কতো বোশেখ
দেখেছি, এতোটা বৈরি ভাব কোনোদিন দেখিনি!
শুকনো পাতার মর্মর শুনেছি, বেলা শেষে সূর্যের
আড়িপাতা তাও দেখেছি, বাক্যের ভাঁজে ভাঁজে
কতো বেদনা লুকিয়ে রেখেছি; তবুও অন্তহীন জীবন
রশির কোনো কুল কিনারা পাইনি!
কেউ একজন অন্তরালে হাসে, বড়ো খেয়ালি হাসি;
জানি না তাঁর সাথে আমার কতোটা বোঝাপড়া
তবুও হৃদয় থেকেই এক তরফা বলি, ভালোবাসি!!