মাঝে-মধ্যে দুয়েকটি ব্যতিক্রম প্রশ্ন কুণ্ডলি পাকায়
এই যেমন- ওজনস্তরে এখন কয়টা ফুটো?
একজন আগন্তুক, কোনো ভাবনা চিন্তা না করেই বলে দিল, দুটো!
আমারও সাথে সাথে মনে হলো কবিতার কথা
ওরাও তাহলে অনিষিক্ত ভ্রুণ অথবা নিষিক্ত জল
কবি হউক কিংবা অকবি - যে কেউ যাচ্ছেতাই
অথবা অবলীলায় তাদের করতে পারে জবরদখল!
তাহলে কী আর করা... আজকাল প্রশ্ন করাই দোষ
তাহলে যেমন জ্বলছে তেমনি জ্বলতে থাকুক তুষ!!