বছর ঘুরে আবার এলো
সেই অগ্নিঝরা মার্চ
এই মাসেই পাকবাহিনী
ডাকে অপারেশন সার্চ।
সাতই মার্চে বঙ্গবন্ধু দেন
স্বাধীনতার ডাক
অস্ত্র হাতে বীর বাঙ্গালি
দিলো বিশাল হাঁক।
ঘরে-বাইরে দুর্গ হলো
যুদ্ধে যাওয়ার ঢ্ল
পাকিরা সব দিশেহারা
হারালো সবাই বল।
সাতই মার্চের একটি ভাষণ
দেখেনি কি বিশ্ব?
বীর বাঙ্গালি মরতে জানে
তাও হবেনা নিঃশ্ব।
------------------