গল্পটি ছিলো অল্প-স্বল্প. মাত্র আধখানা
খোয়া যাওয়া চাঁদ
তবু্ও আমি প্রায় পড়ে গিয়েছিলাম.... তার
পোড়খাওয়া প্রেমের ফাঁদ!
আমি জানতাম...
এখন আর এসব কিছুই নেই বাদ- প্রতিবাদ
প্রতিবাদী হলেই মরেছ.. ডাইনিং গরাদ!
তবুও এক চিমটি জল চাই
অথবা অন্ততঃ চাই কিছুটা ভাসমান রোদ্দুর!
একদিন ঘর থেকে আঙিনায় যাবো বলে ঠিক
করেছিলাম...
সবাই বলল, অনেকদূর...অনেকদূর!!