আজ কেন শিমুল পলাশ
রঙ ছড়ালো ভাই
দোয়েল কোয়েল ময়না টিয়া
কেন গলা ছেড়ে গায়?

আজকে কেন ডালে ডালে
নতুন পাতার মঞ্জুরি
ফুলে ফুলে মৌমাছির দল
কেন এতো গুঞ্জারি?

খোকা খুকিরা গাইছে কেন
প্রভাতফেরির গান
কিসের তরে শহীদ ভাইয়েরা
দিয়েছিলেন প্রাণ?

আজ যে সেই আটই ফাগুন
কতো রক্তে কেনা
পাখির বোলে মায়ের কোলে
শোধিতে হবে দেনা!!
-------------------------