তুমি আমার ভালোবাসা
তুমি আমার প্রেম,
তুমি আমার মনের বধূ
তুমি আমার হেম ।

তুমি আমার জীবন মরণ
তুমি আমার জান,
তুমি আমার মুখের চুমা
তুমি আমার মান ।


        তারিখ -০৪/০৫/২০০৬
        স্থান -চন্ডিপুর, মণিরামপুর, যশোর-৭৪০০