— জসিম উদ্দিন জয় —
বই আর টেবিল আছে,
ভাঙ্গা চোঙ্গা চেয়ার কাছে,
তার উপর বেড়াল নাচে,
বই গুলোর ধাচে ধাচে,
উঁই পোঁকা খেয়ে বাঁচে।
ইদুর গুলো আসে রাতে,
বই গুলো কাঁটে দাতে।
বাঁধা কাগজ আছে ঠাসা,
পোঁকা মাকর করে বাসা।
ফাঁকে ঝোঁকে তেলাপোঁকা
ভয় পেয়ে ভাগে খোকা ।
স্যাঁত স্যাঁতে ভয় ডর,
এটাই বুঝি কবির ঘর।
ঘরে আছে বইয়ের রে্ক
তাতে কবির ঝুলানো ব্যাগ।
খাটের উপর ব্যথার মলম,
পড়ে আছে কবির কলম।
সবার কাছে কবিতা আছে,
দেয়াল জুড়ে ছবিটা আছে,
ছবির কবিটা চলে গেছে।
পরিপাটি সাদা কাফনের বেশে,
চলে গেছে নাফেরার দেশে।