- জসিম উদ্দিন জয়


স্বপ্নীল বাতাসে প্রেমের তরি,
কুঁড়িয়ে পাথর আর নুড়ি,
অদ্ভুদ তার হাতের তুরি,
হাতে রঙ্গীন কাঁচের চুড়ি,
তাহার চুলে মনের ঘুড়ি,
যখন ইচ্ছে তখন উড়ি,
হৃদয় কম্পনের সুর-সুড়ি,
প্রেমের বয়সটি ছিলো কুঁড়ি।

নদীর আকাশে দুরন্ত মেঘ,
প্রেম জোয়ারে স্রোতের বেগ।
মনের আকাশে সাদা কাঁশবন,
কল্পনায় দোলা দেয় সারাক্ষণ।
প্রভাতে শিশিরে ভেজা দুর্বাঘাস,
নয়নে মধুর বিহনে জোড়াহাঁস।
সোনালী আতীত প্রেমের হাতেখড়ি,
প্রেমের বয়সটি ছিলো কুঁড়ি।