মায়াবিনী

-জসিম উদ্দিন জয়

পৃথিবীটা যেমন ভাবনাটা তেমন
নদীর আছে খোলা আকাশ,
মাতাল হাওয়া আর বৈরী বাতাস ।
আমার আছে এক মায়াবিনী দেবী,
তোমায়  নিয়ে  লিখবো আমি এক পৃথিবী ।

মনে পড়ে সেদিন
ফাগুনের আকাশ সুরের বাতাস বসন্তের দুপুর
শুকনো পাতার মমরে আলতা পায়ে বাজালে নুপুর
রূপের রূপসী তুমি দোলাও অন্তর
ভালোবাসি বলতে পারি, এ আমার গভীর আকৃতি
তোমায় নিয়ে লিখবো আমি এক পৃথিবী ।

চলো যাই
কোলাহল ছেড়ে ময়ুরপঙ্খী রাতের নীড়ে
চাঁদ জোৎসনার ভীরে, দূর থেকে বহু দূরে।
চলে যাবো নিলীমার দেশে মেঘের ভেলায় ভেসে
যেখায় নীলপরি এসে গান শুনাবে হেসে।
যেথায় ময়ুরপঙ্খী রাতের তারা জ্বলবে রাশি রাশি
প্রজাপতি পাখনা মেলে বলবে ভালোবাসি।
চাঁদ লুকঁবে লজ্জা পেয়ে তোমার শুভ্র হাসি।    
ধবল জোৎস্নায় সাতার কেটে স্বপ্নের পৃথিবী,
তোমায় নিয়ে লিখবো আমি এক পৃথিবী ।