মানুষ বলবো কাকে ?
--- জসিম উদ্দিন জয় ----
আম গাছে আম ধরে
জাম গাছে জাম,
ফুল গাছে ফুল ধরে
ফুলের অনেক নাম।
ঝাঁক বেঁধে পাখি উঁড়ে
বুনো পাখির দল,
লাইন বেঁধে চলে পিঁপড়ে
নেই কোলাহল ।
গরু গুলো খায় ঘাস,
করে হাল চাষ,
গরুর দুধে জীবন
শিশুর বিকাশ।
সহজ-সরল পৃথিবীটা
চলে দিন রাত,
নিয়ম-নীতির আদর্শে
বাধাঁ তাদের হাত।
সৃষ্টির সেরা জীব
মানুষ তার নাম,
জ্ঞানীগুণি মহাজ্ঞানি
অনেক তার দাম।
সমাজ সভ্যতা চলে
মানুষের বলে,
নিয়মবাধাঁ পৃথিবীটায়
নিয়মভেঙ্গে চলে।
নামীদামী মানুষ গুলো
এই সমাজে থাকে,
সত্য ফেলে মিথ্যে ধরে
মানুষ বলবো কাকে ?