কোটি অতন্ত্র প্রহরী
জসিম উদ্দিন জয়
৭৫ মানে পৃথিবীর কলংকিত এক স্বদেশ,
যার বুকে জন্মেছিলো একটি বাংলাদেশ।
কালো নীল নকশা আর গভীর ষড়যন্ত্র,
বিধ্বস্ত করেছিলো, বাংলাদেশ তার গণতন্ত্র।
১৫ আগষ্ট অন্ধকারে ছেয়ে যাওয়া একটি দিন,
পৃথিবীর মাথানত, শোধাবো কি করে তার ঋন।
পরাজিত হিংস্রতায় বুনেছিলো ষড়যন্ত্র যত মিথ্যা,
মুজিব তোমায় স্বপরিবারে করেছিলো তারা হত্যা।
হত্যা করেছিলো ছোট্ট অবুঝ দুধের শিশু মানব,
পাশন্ড, নিষ্ঠুর, বর্বর, কতটা জগন্ন, হিংস্র দানব।
মুজিব আমার বিশ্বাস মুজিব আমার দেশ,
যার জন্ম না হলো, হতো না, একটি বাংলাদেশ।
সেই পুরোনো শুকুন আবার ২১ আগষ্ট ২০০৪
জনকের কন্যাকে করতে চেয়েছিলো ছারখার
বর্বর গ্রেনেড হামলায় রক্তাক্ত করেছে স্বদেশ,
রেখেছে আল্লাহ, শেখ হাসিনা ও বাংলাদেশ।
তোমার কন্যা গড়ছে বাংলাদেশ যা ছিলো তোমার স্বপ্ন,
আজ বিশ্বের কাছে জননেত্রী ১৬ কোটি মানুষের রত্ম ।
যতই আসুক ঝড়তুফান আর শত্রুদের স্বতন্ত্র কু-ফরী,
ভয় নেই পিতা আমারা আছি ১৬ কোটি অতন্ত্র প্রহরী ।