সেই স্বপ্ন জাগরণ- মনমুগ্ধ হাসি,
সেই দামাল সন্তান- স্বপ্ন রাশি রাশি।
সেদিনের সেই দেশ; তুমি বাংলাদেশ
না জানি আছো কোথায়- নাকি নিরুদ্দেশ!
একটি মাত্র সনদ ‘স্বাধীন সন্তান’
বিবেক ছিলো তখন! এখন যে ম্লান!
দেশ বাঁচানোর দলে জেগেছিল ওরা।
বাড়িয়ে দিয়ে দু’হাত নেচেছিলো ওরা।
তাদের রক্তে দামামা! ভুল মন্ত্র আজ
হাসে উল্লাসিত হাসি- ‘পৈশাচিক সাজ’!
আত্মার অপচাহিদা রন্ধ্রে রন্ধ্রে আর-
চেতনার মুখে তালা; বুদ্ধি বহিস্কার!
আমার সোনার দেশ! কোনখানে তুমি!
জাগাও বিবেক, বেশ; তব আত্মা চুমি!
চাইনা দুঃখ’ মাতম কলুষতা আর
সাজাও বিবেক আজ মন্ত্র পরিস্কার।
‘শান্তির অমিয় সুধা অমোঘ বিস্ময়
অপরের শান্তি যেন সদা কাম্য হয়’।
(২১ জুলাই, ২০০২#৬৬)