সুশোভিত মাঠ সবুজ ভূমি
বুকে মাখি ধুলা সতত চুমি।
হৃদয়ে সাজানো অরূপ তুমি
কাটবেনা জানি রেশ,
তুমি তো সুন্দরী! সব দেশ থেকে
আলাদা পরিচয়- আমার এ বুকে
তুমি প্রিয়ভূমি এ বাংলাদেশ।
সুরভিত আখি স্নিগ্ধ অরূপ!
মাঠে ঘাটে রঙ রাঙানো খুব।
ক্ষণিকেই ঝুম! আহ! কি রূপ!
বিমুগ্ধ শরৎ দৃশ্য,
বিধাতা নিজ হাতে সাজালো যেন
নিজ দোষে করি এলোমেলো কেন?
‘কত মা’র কোল নিমিষে নিঃস্ব’!
যতদূর দৃষ্টি বিভোর মন
সুমধুর সৃষ্টি স্বর্গ যেমন!
রূপ যেন মিষ্টি মাতাল ক্ষণ
শব্দে বাঁধি রে কেমনে,
এ বিশালতা দয়াময়ের দান
আর না করি ‘এটার অসম্মান-
(খুনো খুনি নয় স্বপ্ন ভুবনে)’!
(১৪ আগস্ট, ২০০২#৮৯)