'                পৃথিবী-
            মায়াময় মুগ্ধতা;
   কল্পনার অকল্পনীয় সভ্যতা!
              ব্যস্ত সময়-
আশা নিরাশায় মূর্ত জীবনের চলার পথ
চলে চলে থেমে যাবে জীবনের ভয়-রথ।
জেগে ওঠো মন- প্রতিবাদে মুখর হৃদয়,
জ্বলে ওঠো মন- সত্যের শুভ্র সীমায়।
            সময় বয়ে যায়,
অসময়ে গান যদি না শোনে সময়-
            কাঁদবে হৃদয়,
যেমন করে কাঁদে মন- ‘ব্যর্থ ছায়ায়’।
মুছে সব ব্যর্থতা জেগে উঠি ফের,
ছোট হোক তবু হোক লক্ষ্য জীবনের।
     না থামা হোক সঙ্গী বারোমাস,
             একমুঠো স্বপ্ন-
মায়াময় সভ্যতার ভুল পথ বদলে গড়ে তুলুক নতুন ইতিহাস..



(১৯ আগস্ট, ২০০২#৯৪)