কী আশায় মন বেঁধেছে ঘর!
কী ভাষায় প্রাণ- স্বপ্নের চর!
গুন গুন গান রিক্ত আত্মার-
                  মুক্ত অসীম সীমান্তে!
এ কেমন গান! সুমধুর সুর,
বিরহিত প্রাণ- বেদনাবিদুর।
         স্বপ্নেরা অশান্ত- তপ্ত দিগন্তে।

প্রতিদিন বাজে ধ্বংসের তান
প্রতিদিন সাজে মিথ্যার বাণ
প্রতিদিন কাঁদে মলিন প্রাণ-
               ‘যন্ত্রণা মুক্ত’- ধিক্কারে,
এ কেমন ধরা- দিবানিশি খরা
প্রতিদিন তার লাগে পেট ভরা
      দুখিনী আত্মার আর্ত চিৎকারে।

আয় তোরা আয় দেখনা চেয়ে
কত শিশু, বুড়ো চলছে ভয়ে!
‘এই বুঝি প্রাণ- যেতেছে ক্ষয়ে’!
             অভিশাপ দিচ্ছে তোরে!
ছেড়ে দে না সব যাতনার বাঁশি
সুখে মিলে মিশে দেখি সুখ-শশী
       পৃথিবী সাজাই সুখের শোরে!


(১২ আগস্ট, ২০০২#৮৬)