তুমি-
ধরা দিলে ফুল হয়ে  রয়ে গেলে ভুল ভয়ে
   মুছে গেলো ছিলো যত সুখ অভিনয়,
ভাল ছিলো একা থাকা  দিলে কেন ভুলে দেখা
   হলো কেন জমে থাকা ব্যথিত হৃদয়!
চলে মন প্রেমে পুড়ে  অজানার পথ ধরে
   খুঁজে চলে আছে যত ব্যথা নিরালায়,
সব ব্যথা ব্যথা নয়  ব্যথা গুলো ব্যথা হয়
  যত সব ব্যথা দিলে কাঁদিয়ে আমায়!
আজো আমি দুখে ভাসি  ব্যথা নেবো বড় বেশি
   যত পারো দিয়ে যাও মানেনা হৃদয়,
মন টা তো মরে গেছে  আর কি বা বাকি আছে
   শেষ করে দিয়ে যাও প্রেম অসহায়!

আমি-
চোখে চোখে চোখ রেখে  মিছে মিছি প্রেম দেখে
   ভুলে গেছি সুখ যত ছিলো ভাবনায়,
আজ একা হেরে গিয়ে  দূরে আছি শুধু ভয়ে
  বুঝিনিতো ছিলো শত মিছে অভিনয়!
যবে থেকে বুঝে গেছি  ‘ছিলে না তো পাশা পাশি
  মন ছিলো খুব বেশি- দূর অজানায়’!
তবে থেকে বোবা আমি  ভুলে গেছি পাগলামি
  ভুলে গেছি প্রেম ছিলো ভরা এ হৃদয়!


(৯ আগস্ট, ২০০২#৮২)