. জানি, তুমি ভাবোনা আমায়!
ফিরে দেখোনা এ হৃদয়ের গান কখনো; জানি..!
অবেলায় ডাকোনা আমায়- একটিবার!
শুধু ভেবে দেখ,
তুমিহীনা বেঁচে র’বো, হয়তো বা ভাল র’বো
নয়তো বা দুঃখে র’বো- বাঁচবই আমি!
ছেড়ে গেলে এ পৃথিবী- কাঁদবে কি তুমি?
জানি, কাঁদবেনা তুমি আর!
অথবা, আমাকে ভেবে ফিরবেনা কখনো; জানি..!
ভুলেও ভাববেনা আমায়- এক মুহূর্ত!
শুধু ভেবে দেখ,
ভালবেসে কাছে ছিলে, দূরে গিয়ে কি বা পেলে
ভুলে গিয়ে তুলে নিলে- কোন পরিচয়!
ভেবনা কাঁদবে একা আমার হৃদয়!
জানো? এখনো তোমায় ভাবি!
সারাটা সময় খুঁজি দিনে রাতে এখনো; আমি..!
অসময়ে পথ চেয়ে থাকি- প্রতি মুহূর্ত!
শুধু ভেবে নিও,
ধরামাঝে রাতভোরে, সুখে কি বা দুঃখে মরে
খোঁজে তব মন টারে- সেই সে হৃদয়!
যে হৃদয় স্বপ্ন আঁকে- ‘শুভ পরিণয়’।
(২৫ জুলাই, ২০০২#৬৮)