. ইচ্ছে..
আশার বাঁধনে বদলায় প্রতিনিয়ত
হোক সে শুদ্ধ বা অপরিশোধিত!
নীরবে মুছে দেয় যাতনার আস্তরণ-
অমোঘ আশায়;
জানি, ইচ্ছেগুলো বন্দি- খাঁচায়,
বাঁচার আশায়!
পায়না খুঁজে আলো- দূর সীমানায়!
যদি রুদ্ধ থাকে ইচ্ছে নামের মুক্ত পাখি,
বল, স্বপ্নটাকে কেমন করে জাগিয়ে রাখি!
চলো, হাতে হাতে বাঁধি শত হাত,
নাশ করে দেই শত অপঘাত
সত্য পথে করি প্রতিবাদ-
লক্ষ্য অর্জন হবেই।
হবোনা নিরাশ যদি বাঁধা আসে লক্ষ্যে,
অদম্য ইচ্ছায় চলবো সাহস নিয়ে বক্ষে।
ভেঙ্গে চুরে করে দেব সব চুরমার!
জানি, বদ্ধ থাকবেই স্বপ্নদ্বার,
তাই আশাগুলো ছড়িয়ে দিয়ে বাঁধন খুলি ইচ্ছাটার.....
(২১ আগস্ট, ২০০২#৯৫)