পথ, সে তো বিশাল-
     যখন লক্ষ্য থাকেনা স্থির;
   লক্ষ্য, সে তো সময়ের দাবী-
    যখন অমাবশ্যা গুরুগম্ভীর!
  স্বপ্ন;
  হোক সে জীবনের বা সময়ের-
                সামনে এগিয়ে চলবেই,
  সময়;
  হোক সে সু-সময় বা দু-সময় -
                সত্যের কথা বলবেই।

  জীবন, সে তো চলছেই
         যদিও বাঁধা অনুভবে,
  সূর্য, সে তো জ্বলছেই
        তবুও আঁধার রয়ে যাবে!
  আশা,
  থাক সে ঘুমিয়ে হৃদয় মাঝে
                কথা সে তো বলবেই,
  ভাষা,
  পাক সে বিরহে ব্যথার নুড়ি
               স্বপ্নগুলো এক করবেই!

তাই,
হোক না লক্ষ্য অস্তমিত আশা তবু ছাড়ব না,
জীবন চলুক যেমন তেমন লক্ষ্যচ্যুত হব না।
যদি বা থামি একটু খানি ধূসর বাঁধা- পেলেই,
জ্বলবে না আর চাঁদের আলো ধরার বুকে- ভুলেই!



(২৫ আগস্ট, ২০০২#৯৭)