তুমি যদি হও মেঘনা, আমি সাগরেই দিব ডুব,
তুমি যদি হও মেঘলা, আমি বারিতেই হব চুপ।
তুমি যদি হও উঁচু হয়ে থাকা দিগন্তের ঐ অচল,
আমি সীমান্তেই হারিয়ে যাবো; যুগল প্রেমে অতল।
না হয়ে এসব হও যদি তুমি আমার হৃদয় রাণী,
দিব, পৃথিবীতে আছে যত প্রেম; (আমি ভালবাসি ততখানি।)

তুমি যদি হও কোয়েল, আমি তোমাতেই দিব ভাষা,
তুমি যদি হব দোয়েল, আমি শিশেতেই হব পাশা।
তুমি যদি হও ফুলে ফুলে নাচা ফিঙে অথবা পরাগ,
আমি অজান্তেই বাড়িয়ে দু’হাত  হয়ে যাবো বিহগ।
না হয়ে এসব হও যদি তুমি আমার প্রেমের মণি,
এই পৃথিবীতে আছে যত সুখ আমি দিয়ে দিব ততখানি।



(১৪ মে, ২০১৫#৯০৫)