নামঃ মোঃ জসিম খান।
পিতাঃ মৃত মোঃ আঃ জব্বার খান।
মাতাঃ মোসাঃ আলেয়া বেগম।
আমি বাংলাদেশের দক্ষিন অংশের জেলা বরগুনা’র অন্তর্গত নলী মাইঠা গ্রামে ১৯৮৭ সালের পহেলা জুন জন্মগ্রহন করি। আমি আমার পাঁচ বোনের ছোট একটা ভাই। ছোট বেলা থেকেই সবার আদরে বড় হয়েছি।এস.এস.সি পরীক্ষায় ২০০২ নালে নলী মাইঠা মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশগ্রহন করে পাশ করেছি। এরপর বরগুনা সরকারী কলেজ থেকে এইচ.এস.সি (২০০৪) ও হিসাববিজ্ঞানে বি.বি.এস সম্মান কোর্স (২০০৮) করি। স্নাতকোত্তর (এম.বি.এস-হিসাববিজ্ঞান-২০০৯) পড়ালেখা হয়েছে বরিশাল বি.এম কলেজ থেকে। আমার চতুর্থ বোন লাইছুন্নাহার শাহিনা (১৯) মারা গেছে ২০০২ সালের ১২ মার্চ, আমার এস.এস.সি পরীক্ষার ২ দিন আগে! আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেছে ২৩ মার্চ ২০১৩ সালে। বর্তমানে আমি ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে হিসাব বিভাগে কর্মরত আছি।
অন্য সাইটে আমিঃ
ফেসবুকঃ facebook.com/jashimUddin.official
টুইটারঃ twitter.com/jashimkhan60