ভালবাসা বলে গেল আসবেনা আর!
দু’চোখের  জলগুলো হলো উপহার!
রাখতে পারিনি ধরে দু’চোখের ভার,
তোমার সময়গুলো কাঁদাল আবার!
            আমি ধরতে চাইনি সে হাত
                       যে হাতে সুখ ছিলো, (স্বপ্ন তার)
                     ধরেছিলাম সে হাত-
         যে হাতের দুঃখগুলো রয়ে গেছে উপহার।

ফেলে আসা দিনগুলো বলে দিলো ফের-
ভালো ছিলে একা ছিলে, ছিলে তুমি শের।
রাখতে পারলে না তো মহিমা অপার
মরমিয়া নিয়ে গেলো মরম তোমার।
           তুমি মরতে চেয়েছো এ ভূমে-
                     যেখানে ‘মৃত্যু’ মরে বারবার,
                 চেয়েছিলে সুখ-সখী
        যে সখীর সুখগুলো আজো অথই আঁধার!!    


(২৬ মে ২০১৫#৯০৯)