. কত সুখে সুখী মন?
হয়ে যাবে ঠিক নিঃস্ব!
কত কিছু পেতে যবে-
ত্রাসে কাপে মহাবিশ্ব!!
কোন সে আশায় আজ মেতে উঠেছো দিনভর তুমি;
জান না কি? হৃদয়ের ঘর অবুঝ, আঁধার; স্তব্দ বিরান ভূমি!
যখন হাসার কেউ থাকবে না
যখন কাঁদার কেউ থাকবে না
নিশাচর হয়ে আয়নায় দাড়িয়ে হিসাবে মত্ত শুধুই তোমার তুমি!!
কত আশায় আজ পাষাণ হৃদয়?
জীবন মরণ খেলা
অসার চেতনই হৃদয় পোড়ায়
ভাসিয়ে স্বপন ভেলা!
কত চোখ দিয়ে ঝরালে এতটা দুঃখের পারদ তুমি!
জান না কি? জীবনের সুখ ভাঙ্গবে তোমার; কাঁদবে দুঃখ চুমি!
তখন বলার কেউ থাকবে না
তখন ডাকার কেউ থাকবে না
ব্যথাতুর মনে ভাষা হারিয়ে পাগল প্রায় শুধুই অবুঝ তুমি!!
কত ভুলে ভোলা মন!
অসহায়! চির অজ্ঞ,
তবু যেন অহর্নিশ
নিজ স্বার্থে ধ্বংসযজ্ঞ!
ভাঙলে বল বুকের পাজর কোন সে মায়ের তুমি?
জান না কি? প্রতি মায়ের সোনার ছেলে তার চোখেরই মনি!
সেই মায়েরই শূণ্য কোলের, চোখের জলের ধিক
অসুখ স্বপন হারিয়ে গেলে বুঝবে তুমিই ঠিক।
বিবেক তখন মরণে এসে, করবে ঠিক লড়াই,
মৃত্যু তখন দিবেনা রেহাই, করিস না রে বড়াই।