ভুলেছি ভুলগুলো পড়েনা মনে আর,
  আবারো করেছি ভুল যেন ভুলের সাগর।
নিজে হাসি নিজে কাঁদি নিজ কাজে অপরাধী
    ব্যথাগুলো বুকে বাঁধি- ‘ভুলের নাগর’,
    ভাঙ্গবে না জানি রে, ‘দুঃখের পাহাড়’!

      অরূপ মনন রে অপরূপ ছলনা,
মাটির বানানো দেহ, মাটি’ই তার কামনা।
মাটির পুতুল আমি , তবুও ভাবি যে দামী
   তবুও মনেই কামি- ‘ অশান্ত বাসনা,
    অযথা স্বপ্ন যেঁচে স্বরব রসনা।

   চেয়েছি যতকিছু নিজে নিজে গোপনে,
মিটেনি মনের আশা কখনোই তা স্বপনে।
চেয়ে চেয়ে যতবার বাড়িয়েছি ব্যথা-ভার
   বুঝেছি নিরবে সার ক্ষণিক চেতনে,
   শূণ্যে শুরু ও শেষ ! ‘নিথর মরণে’!



(২৯ এপ্রিল, ২০০৩#১১৮)