কাক ডাকা ভোরে ঘুম ভাঙ্গে ওরে
কোন সে মায়াবী কান্নায়,
আমি আছি পড়ে আপনার তরে
ভাসিয়ে গা স্বপ্ন বন্যায়!
এ কেমন তান! করুণ সে টান
ব্যথিতের আর্ত চিৎকার!
চোখ মুদে আছি (যেন মরে গেছি)
কলতান, শত ধিক্কার!
এ ভাবেই ক্ষণ, মরুভূমি মন
বেড়ে ওঠে বদ্ধ কঙ্কণে,
বড় হই যবে, ছোট হই তবে
হইনা বড় যে মননে!
হৃদয়ের সুর অ-বলা মধুর
দিনে দিনে হয় কর্কশ,
মন মরে ভুলে বাসনার ছলে
হারিয়ে গিয়ে সব রস।
যত বেশি ভাবি তত খাই খাবি
পাই না রে কূল অকূলে,
ভুল করে কাঁদি ভুলে বাসা বাঁধি
শোকে পুড়ে মরি অনলে।
মনে আশা ধরি হায় হায় করি
কি চেয়েছি কি হল আজ!
বুঝে গেছে মন এ যে শেষ ক্ষণ
ক্ষমা করো জগধিরাজ।