স্বপ্নগুলো স্বপ্নে থেকে গুটিয়ে নিবে সব
আবার তুমি থমকে যাবে মিটিয়ে কলরব।
বাঁধ ভাঙ্গা সে জীবন খানি মান ভাঙ্গাতে চুপ!
জীবন জানি পাল্টে যাবে মিশিয়ে ব্যথা খুব।
হাসার সময় হাসছ অনেক; কাঁদিয়ে সময় পার
আসবে না আর সুখের সময় জানিয়ে গেল সার।
স্বপ্ন গাঁথা অমর আশা কাঁদাবে পরিষ্কার,
হোঁচট খাবে বাঁচার আশা, কুড়াবে তিরস্কার!
যেমন করে খড়গ দিয়ে মিটালে আপন সুখ
তেমন করেই ব্যথার ভারে মুখিয়ে রবে মুখ!
হঠাৎ তুমি আশা গুলো স্বপনে দেখবে ঠিক,
মরণ ঘোরে খুঁজে পাবে, চেনা অচেনা দিগ।
মুখের ভাষায় পারবে না আর শুনাতে সে সব কথা
ক্ষণে ক্ষণে বেড়ে যাবে মনের ব্যকুলতা!
আবার তুমি চোখের জলে ছাড়বে পৃথ্বীর মায়া
পড়ে রবে মাটির মাঝে শান্ত তোমার কায়া!