বুকেতে ভীষণ ব্যথা, মনেতে নীরব ‘কথা’-
পথ ঘাট নেই বেরোবার!
হাসিতে দুঃখের আঁচ, চোখেতে অমোঘ লাজ
নাই কিছু বলে বুঝাবার।
(অবলা জীবন খানি, মরেও বাঁচেনা জানি
মরে মরে বাঁচে যতবার!
বাঁচতে চায় না তত বাঁচায় বিধাতা যত
চাওয়া পাওয়া বাড়ে তার।)
যতটা ভুলেই কাঁদি, ততটা প্রেমেই বাঁধি
ব্যথা জমে হয় পারাবার,
চাইনা ফিরতে আমি, যাচিনা নিজেকে দামী
আশা নেই আর ফিরাবার।
পৃথিবী সবারে ডাকে, সে আশে কে পড়ে থাকে
বোঝে বা ক’জনে তা আবার!
আমি তো অবুঝ আছি, ব্যথা নিয়ে বেঁচে- নাচি
এ ব্যথাই জীবন আমার।
হোক না এমনি শত, বাহানা হাজার- ক্ষত
ভালমন্দ হোকনা বিচার,
বিধাতা ভালোই জানে, কি প্রেমে জীবন টানে
হারিয়ে কি খোঁজে কে আবার।
যতটা দু’চোখে দেখি ততটা ডুবাই আঁখি
অদেখা না জানি কত আর!
থামুকনা কান্না ভবে জ্বলুক না ‘আলো’ তবে-
ক্ষয় হবে লোভ লালসার।
(১১ এপ্রিল, ২০০৩#১১৪)