তুমি স্বপ্ন আমার; এক পৃথিবী!
তুমি অন্তর, আর- জীবন্ত ছবি।
তুমি-
হৃদয়ের মুখরতা, মুখরিত ব্যাকুলতা
আবেগিত অসারতা- স্বপ্ন ভূমি!
অন্ধকার আত্মার আলোক তুমি।
তুমি কল্পনা ছিলে বাস্তবে এলে।
তুমি অধরা ছিলে হৃদয়ে এলে।
তুমি-
কলমের কোলঘেঁষে, অশরীরী ভেসে ভেসে
ঘুঁণে ধরা সুখে মিশে- মন্ত্র দিলে!
আবেগিত আত্মার মুগ্ধতা হলে।
তুমি ইচ্ছা আমার; মনের ভাষা।
তুমি জাগাও আত্মা ‘পৃথ্বীর আশা’।
তুমি-
কখনো বা সুর হয়ে, কখনো বা নাশ লয়ে
জেগে থাকা ভয় ক্ষয়ে- ‘সর্বনাশা’!
নীরবে জেগে তোলো বাঁচার আশা!
আমি দীক্ষা নিয়েছি ভালবাসার।
আমি হয়েছি আজ শুধু তোমার।
আমি-
সব আশা বুকে পুরে, পড়ে আছি তব স্মরে
লিখি যত মনে ধরে- স্বপ্ন-সার!
যেওনা কভু দূরে- কাব্য আমার।
(২৫ জুলাই, ২০০২#৬৭)