সামনে চলো সুখের খোঁজে
দুঃখ আসলে আসুক ভাই,
কষ্ট যখন সুখের সঙ্গী
‘স্বপ্ন ভাঙ্গার সময় নাই’!
থাকলে আশা বুকের মাঝে
নাড়বে কড়া ঠিক সময়,
যত থাকুক দুঃখের ছাঁয়া
জাগবে তবু এই হৃদয়।
অবুঝ মোরা তাই বলে কি
বুঝবো না রে; এই ধরায়-
‘কেমন করে জ্বলছে প্রাণ
মরছে কত- অবহেলায়’!
কত মায়ের সোনার ছেলে
পায় না খেতে সকালটায়,
দুপুর শেষে আঁধার এলে
চোখের জলে মন ভিজায়!
এমন যদি চলতে থাকে
কাঁদবে কে বা কোন আশায়,
আশার ভাষা হারিয়ে যাবে
খুঁজে পাবেনা এই ধরায়।
কিশোর মোরা; সুখের সিঁড়ি-
জ্বালবো আলো সব সময়,
উড়বো মোরা সমান তালে
স্বপ্ন গড়ার সুখ-আশায়।
আসলে বাঁধা আসতে দাও
জয় করবো; নেইকো ভয়,
এক নিমিষে সুখের আলো
ছড়িয়ে দিবো ভুবনময়।
(২৬ আগস্ট, ২০০২#৯৮)