.               মরণ ঘোরে জাগ্রত-
     সহস্র তরুণ। (বিবেকে পড়েছে কালি!)
              বয়ে চলে ধ্বংস-বুলি,
               ঠুকে মরে দীপ্ত খুলি!
হর হামেশাই কেঁদে মরে, এক হাতেই বাজায় তালি।

                 তরুণ মনে নির্লিপ্ত-
        অতৃপ্ত স্বপন। (বাসনা গিয়েছে উড়ি!)
              ভাবা না ভাবা কল্লোলে,
                মরণ মহা হিল্লোলে!
বেলা অবেলায় জেগে ওঠে, মন মহুয়ায় ওড়া ঘুড়ি।

                যুবা, জাগিয়েই দেখ-
        ঘুমন্ত বিবেক।(দেখাও আপন শক্তি!)
               দেখে তারুণ্যের হাসি,
              ধ্বংসেরা পড়বে ফাঁসি।
শুধু ভালবাসা বয়ে যাবে, হয়ে গিয়ে বেদনার মুক্তি।

               অভয় - তারুণ্য শক্তি,
        অদম্য এ প্রাণ।( জেগে উঠ একবার)
               ভেঙে দাও মিথ্যে-আশা,
                 দূর করে মৃত্যু নেশা।
যত কোলাহল ডুবে যাবে। ডুবে যাবে তরণী মিথ্যার!


(১৮ এপ্রিল, ২০০৩#১১৭)