সন্ধ্যার আকাশে তারার মেলা
‘অবাধ আশার দ্বীনের খেলা’
চলছে যেথায় জীবন ভেলা!
নামছে দেখ গোধূলি!
ধনি তুমি ধনী অর্থের আলোকে
পড়েনি হৃদয় মায়ার আলোতে
ভরা থাকে বিষে- ‘ফুটন্ত খুলি’!
‘একটা আকাশ একটা চাঁদ
একটা হৃদয়- একটা সাধ’
প্রেমের স্বকাশে ভেঙ্গেছে বাঁধ-
নেমেছে স্বপ্ন জোয়ার,
গরিবেরে আরো করেছে গরিব
দু’হাতে জড়িয়ে ব্যথার নসিব
ঠিক খুলে দেয় মৃত্যু দুয়ার!
আয় সবে কাঁদি মনটা ভরে,
যা কিছু হৃদয়ে- নীরবে স্মরে।
ব্যথাতুর মন বলুক ওরে-
‘সুখী কি তুমি হয়েছ’?
প্রভাতী বিদায়ে গোধূলি এসেছে
যত ছিলো সুখ নীরবে পুড়েছে
সুখের দেখা কি তবু পেয়েছ?
(২ আগস্ট, ২০০২#৭২)