একটা আকাশ, একটা ছবি
একটা মন- পুরনো রবি!
                       আলোর দেখা তবুও মেলে না-
দেখেছিলাম যবে তোমার দুচোখে
           এ বিশাল পৃথিবী- সে তো আর দেখি না!
                               এ হৃদয় আর হাসে না!
     শরতের রিমঝিম বর্ষায়- এ মন আর নাচে না!
   দেখেনা ফিরে ঐ পথের শেষে- একটি বার!
   যেখানে মিলেমিশে হয়ে যেত একাকার-
                                     ছায়া তোমার
                               সে তো আর মেশে না!
    ঘনমেঘ উকি দিছে- হৃদয় মাঝারে
                            সে মেঘ যে আর সরে না!
    বাদলের ঝরোঝরো লোহিত ধারা
                            সেই থেকে আর কমে না!
    চলে গেছে মন আজ দূর সীমানায়!
                       তোমায় দেখার আশা যায় না!
                        (তবুও কেন তুমি আসো না!)

             তবে কি বৃথা সব?
    তোমার মিষ্টি হাসি; সেও কি বৃথা!
তোমার কৃষ্ণ চুলের উষ্ণ ছোঁয়া; সেও বৃথা!
          হারিয়ে যাওয়া সে হৃদয় পানে
          যে হৃদয় শুধু ভালবাসা জানে
                                     সেও বৃথা!
         তবে কি বৃথা আমার স্বপ্ন!
থাক,     তুমি ভাল থেক- এই যেন শেষ কামনা!

                   চোরাবালি মন!
সুখ গুলো তুলে দিয়ে পথ পানে আর চেয়ে দেখে না!



১৬ আগস্ট, ২০০২#৯০)