কি মধুর আলোক রাশি ঐ যে বিদ্যালয়ে,
ভুলে গিয়ে বসেই আছি অন্ধ মূক হয়ে!
চলরে এখন চল।
বসে আছি আমরা কেন এ মধুর ক্ষণে,
সাদা মনে উঠবো মেতে- আজ নব রণে-
চলরে এখন চল।
পথে চলি বিখ্যাতদের পথটা ধরেই,
পথে কভু ভয় কি আছে ? দেখনা ভেবেই-
চলরে এখন চল।
ঝেড়ে ফেলে ব্যথার বাঁশি হই আগুয়ান,
মনে গাঁথি সকল ক্ষণে সুখের ই গান-
চলরে এখন চল।
স্বপ্ন ভুলে যাসনা চলে হারিয়ে স্বপন,
অট্ট হাসি দেবেই তবে নির্বাক জীবন-
চলরে এখন চল।
স্তব্ধ মুখে লাজুক হাসি; মুখর প্রাঙ্গন,
সত্য ঠিক উঠবে ফুটে; সুখের স্বপন-
চলরে এখন চল
স্বর্গ সুখে ভরিয়ে তুলি মাঠ-ময়দান,
শক্ত হাতে সাজিয়ে তুলি জীবন মনন-
চলরে এখন চল।
লেখাপড়া শিখবো মোরা গড়বো জীবন,
অন্ধকারে ছড়িয়ে দিতে আলোর নাচন-
চলরে আজই চল।
(১ আগষ্ট, ২০০২#৭০)