.    ঐ দূর গগনে সন্ধ্যা নেমেছে, নামুক না !
     অমাবস্যা আজ একলা হাসে, হাসুক না !
     চাঁদের যদিবা কাজ-ই থাকে, থাকুক না !
তবুও ধরায় আঁধারের মাঝে, ফুটে উঠবেই আলো,
এই চাঁদমাখা মুখ হাসির ছোঁয়ায়, জগত জ্বালালো।

     ঐ দূর পাহাড়ে ঝরনা নামে, নামুক না !
     বরষারা আজ চুপসে আছে, থাকুক না !
     গগন যদিবা থমকে থাকে, থাকুুক না !
তোমার চুলের অমোঘ ছোঁয়ায় ঝরে পড়বেই বারি,
এই কালোচুল আজ সকাল সকাল ঘুম-ভাঙ্গা-নারী!


(২৯ এপ্রিল, ২০১৫#৮৯৯)